Joban Magazineতবুও সেই শকুনটি

ওয়েব সংস্করণ/সাহিত্য/ কবিতা

রিচার্ড উইলবারের কবিতা

তবুও সেই শকুনটি

jobanmagazine

রিচার্ড উইলবারের কবিতা

তবুও সেই শকুনটি

তবুও সেই শকুনটি, সেই শহুরে চড়ুই, যে আমাদের সাথে
ঠিক মিশ খায় না।
সে আবারও উড়ে যাক এই নষ্টকর্মযজ্ঞ থেকে দূরে, উপরে,
ক্ষয়ে যাওয়া-পঁচে যাওয়া মাংসগুলো নিয়ে,
উড়ে যাক আকাশের চূড়ায়।
সে ঘুরতে থাকুক দূর আকাশে,
তাকে ছাড়া আর কোন সুন্দর পাখিকে তুমি
দেখবেনা উড়ছে স্বর্গলোকের এত কাছে।
একটা বিশাল চওড়া ডানা, যে ডানায় ক্লান্তি নেই।
তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে উড়ে যায়, প্রকৃতি হাঁটে
তার কাঁধে ভর দিয়ে, ভয়ংকরভাবে মুক্ত সে।
তার মাথাটা ছিলে যাওয়া- চামড়াহীন,
তোমরা যারা বাগানের কোণায় তাকে
দেখতে পেয়ে ঢিল ছোড়- ক্ষমাকর।
কারণ?
সে তো মৃত্যুকে গ্রাস করে, পরিবর্তনকে উপহাস করে,
প্রকৃতিকে নতুন রাখতে ধ্বংস তো সেই করে।
হে নতুন শিশু, নূহ নবীর জাহাজের কথা চিন্তা কর।
চিন্তা কর সেই কবে থেকে এই করাত ঠোঁটের পাখি
আর্তনাদ করে নষ্ট করে চলেছে পাখিদের সুমধুর কলতান,
তার হাতুড়ির আঘাত সারাদিন মানুষের কানে বেজেছে।
তুমি ভুলে যাও যে
নৌকার তলায় যেমন শৈবাল দেখা যায়,
তার দৃষ্টিতে শহরগুলোও তো তেমন দেখা যায়।
মাঠাগুলো দেখায় গভীর অন্ধকার জলরাশির মত।
তার চেয়ে বরং বুঝতে চেষ্টা কর
সে কতটা উঁচুতে ছিল,
কতটা ক্লান্ত ছিল, একা ছিল।
পানির ওপরে সে সাড়া জাগাত তার নিজের জগতে এবং
আমাদের জগতে।
এই বীরকে ক্ষমা কর,
যে তার ভেতরের সকল তথ্য নিয়ে
আনন্দের সাথে মারা যেতে পারে।
সে নূহের নৌকায় চড়ে আরারাত পাহাড়ে গিয়েছিল,
আমরা সবাই তো নূহের সন্তান।

অনুবাদঃ সুদীপ্ত হায়দার।

সম্মৃদ্ধ জাতি গঠনের জন্য চাই উন্নত চিন্তা। গনতান্ত্রিক দেশ ও সমৃদ্ধ জাতি গঠনে শুধু তথ্যযুদ্ধ এবং ইস্যু দিয়ে ইস্যু চাপা দেয়া নয়, দরকার মননশীল সাংবাদিকতা। একতরফা ভাবনা বা মতের প্রতিফলনের বাইরে সত্য ও প্রজ্ঞার সন্নিবেশ ঘটাতে বিশ্লেষণী সাংবাদিকতার কোন বিকল্প নেই। কিন্তু এই উদ্যোগ আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। ডোনেট করুন এবং বুদ্ধিবৃত্তিক জাতিগঠনের গণতান্ত্রিক সংগ্রামে অংশীদার হোন।

মোবাইল ব্যাংকিংঃ Bkash & Nagad (personal): 01677014094
Paypal https://paypal.me/jobanmedia


রিচার্ড উইলবার

মূল লেখক

রিচার্ড উইলবার

ইংরেজি, আমেরিকা

রিচার্ড উইলবার একজন আমেরিকান কবি। সাহিত্যের অনুবাদক হিসেবেও তার পরিচিতি কম ছিল না। ততকালীন ফরমালিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন উইলবার। কবিতার ব্যাকরণ না ঘেঁটে সেটার সাহিত্যিক রস আস্বাদনেই তাঁর আনন্দ ছিল। তাঁর কাব্যগ্রন্থগুলোর ভেতর উল্লেখযোগ্যঃ Things of This World, Advice to a Prophet, Walking to Sleep ইত্যাদি। রিচার্ড উইলবার জন্মগ্রহণ করেন ১৯২১ সালের পহেলা মার্চ। জন্মস্থান ছিল নিউইয়র্ক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নাম *